Wednesday, December 10, 2025
HomeBig newsভারতে বিপুল বিনিয়োগ, ১০ লক্ষ কর্মসংস্থান, ঘোষণা অ্যামাজনের
Amazon

ভারতে বিপুল বিনিয়োগ, ১০ লক্ষ কর্মসংস্থান, ঘোষণা অ্যামাজনের

অ্যামাজনের ভারতে বিনিয়োগ মাইক্রোসফট-গুগলের কাছে বড় চ্যালেঞ্জ

ওয়েবডেস্ক- কর্মজগতে নয়া দুয়ার খুলে দিচ্ছে অ্যামাজন (Amazon)। ভারতে (India) ব্যবসা সম্প্রসারণে আরও জোর দিল এই ই-কর্মাস জায়ান্ট সংস্থা। যা এই মুহূর্তে মাইক্রোসফট ও গুগলের কাছে জোর ধাক্কা।

২০৩০ সালের মধ্যে ৩৫ বিলিয়ন ডলারের (USD 35 billion) বেশি বিনিয়োগের, ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ। বড় ঘোষণা অ্যামাজনের। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘অ্যামাজন সম্ভাব সম্মেলন’ (Amazon Smbhav Summit) এর ষষ্ঠ সংস্করণে এই বিশাল রূপরেখার কথা জানাল ই-কর্মাস জায়ান্ট সংস্থা।

অ্যামাজনের লক্ষ্য এ এআই-চালিত ডিজিটাইজেশন, রফতানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া, বুধবার কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংস্থার আগামীদিনের রূপরেখা সম্পর্কে জানান।

বিগত ১৫ বছরে ভারতে অ্যামাজনের মোট বিনিয়োগ ইতিমধ্যেই ৪০ বিলিয়ন ডলার ছুঁয়েছে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইমার্জিং মার্কেটস) অমিত আগরওয়াল বলেন, কোম্পানিটি ভারত থেকে রফতানি চারগুণ বাড়িয়ে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছনোর নির্ধারণ করেছে, যা এখন পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং ২০৩০ সালের মধ্যে আরও দশ লক্ষ প্রত্যক্ষ, পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরি করবে।

আগরওয়াল বলেন, ২০১০ সাল থেকে অ্যামাজন এখন পর্যন্ত ভারতে ৪০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এখন আমরা ২০৩০ সালের মধ্যে ভারতের আমাদের সমস্ত ব্যবসায় আরও ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করব। অ্যামাজনের বিনিয়োগ পরিকল্পনা মাইক্রোসফটের ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পরিকল্পনার দ্বিগুণ এবং ২০৩০ সালের মধ্যে গুগলের ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পরিকল্পনার প্রায় ২.৩ গুণ।

কীস্টোনের রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন এখন পর্যন্ত ১ কোটি ২০ লক্ষেরও বেশি ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাইজ করেছে, ২০ বিলিয়ন ডলারের ই-কমার্স রফতানি সক্ষম করেছে, এবং ২০২৪ সালে ২৮ লক্ষেরও বেশি প্রত্যক্ষ, পরোক্ষ, মৌসুমি ও সহায়ক কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রযুক্তি, অপারেশন, লজিস্টিক এবং কাস্টমার সাপোর্ট—বিভিন্ন ক্ষেত্রে এই কাজের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন-  ইন্ডিগো বিমান বিভ্রাট নিয়ে বিরাট বার্তা মোদির! কী বললেন প্রধানমন্ত্রী?

ভারত থেকে রফতানি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য, অ্যামাজন একটি উৎপাদন-কেন্দ্রিক উদ্যোগ, “এক্সিলারেট এক্সপোর্টস” চালু করেছে, যা ডিজিটাল উদ্যোক্তাদের বিশ্বস্ত নির্মাতাদের সঙ্গে সংযুক্ত করার জন্য এবং নির্মাতাদের সফল বিশ্বব্যাপী বিক্রেতা হতে সক্ষম করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে, অ্যামাজন তিরুপুর, কানপুর এবং সুরাট সহ ভারত জুড়ে ১০টিরও বেশি উৎপাদন ক্লাস্টারে অন-গ্রাউন্ড অনবোর্ডিং ড্রাইভ আয়োজন করবে।

‘অ্যামাজন সম্ভাব সম্মেলন’ অ্যামাজনে দেশব্যাপী এই কর্মসূচি সম্প্রসারণ এবং স্কেল করার জন্য ভারতের পোশাক রফতানি উন্নয়ন কাউন্সিলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ঘোষণা করেছে।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News